যারা হকপন্থী মুজাহিদদেরকে খারেজি বলে বেড়ায়, তাদের কোনো অধিকার নেই মাজলুম মুসলমান নিয়ে দুঃখ প্রকাশ করার এবং উম্মাহকে জুলুম প্রতিরোধে উস্কানি দেওয়ার। যাদের মানহাজে জিহাদ নেই, যারা তাত্ত্বিক জিহাদের বুলি কপচালেও আমলি জিহাদের পুরোদস্তুর বিরোধী, তাদের মুখে জিহাদের আহ্বান নিরেট কপটতা ও নিখাদ কৃত্রিমতা ছাড়া কিছু নয়। উম্মাহর আবেগ নিয়ে ছিনিমিনি খেলা ভালো কিছু নয়। উম্মাহর আবেগকে পুঁজি করে ধান্ধা করা এবং দিনশেষে সেই উম্মাহকেই মিসগাইড করার পরিণতিও ভালো নয়। তাদের অভ্যেসই হলো : Sprinkle salt into slices

স্রেফ জযবার মূল্য দুই পয়সাও নয়। যে জযবা বিশুদ্ধ আকিদা ও মানহাজ থেকে উৎসারিত নয়, সে জযবা কখনোই উম্মাহর জন্য কল্যাণ বয়ে আনে না। হিন্দুস্তানের মুসলমানদের বর্তমান পরিস্থিতির পেছনে মূল কারণ হলো আকিদা ‘আল ওয়ালা ওয়াল বারা’র ওপর কোনো আমল না থাকা। মালাউনদের করুণা নিয়ে দিব্যি বেঁচে থাকার ও ভালো থাকার স্বপ্ন দেখা। এ অঞ্চলের মুসলমানরাও আকিদার এই চ্যাপ্টার বিস্মৃত হয়েছে। সুতরাং দুদিন পরে এদের কপালেও একই ট্রাজেডির পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে।

আজ যারা আমেরিকা ও সিআইএ’র ভয় দেখায়, কাল তারা বিজেপি, বজরঙ দল ও গো-পূজারীদের ভয়ও দেখাবে; অভিন্ন শব্দে, অভিন্ন বাক্যে, অভিন্ন ভঙ্গিতে। যারা আল্লাহর সঙ্গে প্রতারণা করতে পারে, তারা সবার সঙ্গেই প্রতারণা করতে পারে। যারা গাইরুল্লাহর ভয়ে আল্লাহর বিধান প্রত্যাখ্যান করতে পারে, তাতে হিলা-তাবিলের আশ্রয় নিতে পারে, তারা নিজেদের রক্ষার জন্য সর্বপ্রকার দাগাবাজি ও রাজাকারির আশ্রয়ই নিতে পারে।

উম্মাহ, সময় এসেছে প্রকৃত কল্যাণকামীদের চেনার। সময় এসেছে শত্রু ও মিত্রের মধ্যে ফারাক করার। সময় এসেছে আকিদা ও মানহাজ শুদ্ধ করে মিল্লাতে ইবরাহিমের ওপর প্রতিষ্ঠিত হওয়ার। তাওহিদই আমাদের মুক্তির একমাত্র পথ। তাওহিদ শব্দই যাদের মাথাব্যথার কারণ, তাওহিদবাদী হওয়াই যাদের চোখে সবচে জঘন্য পাপ, তাদের পেছনে শতসহস্র বছর ঘুরলেও উম্মাহর ভাগ্যের চাকা ঘুরবে না; যেমনটা বিগত এক শতাব্দীতে ঘোরেনি।

Share This