আমার সম্পর্কে

আলী হাসান উসামা

পেশাঃ শিক্ষক, আলোচক, লেখক, অনুবাদক
জন্মঃ ২২.০৮.১৯৯৫
পিতাঃ খলিলুর রহমান

শিক্ষাজীবনঃ

লেখক ২০০৮ খ্রিস্টাব্দে জামিয়া মদীনাতুল উলুম দারুস সালাম মাদরাসা, খাসদবির, সিলেট থেকে হিফজ সমাপন করেন। হিফজ বিভাগে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডে প্রথম স্থান অর্জন করেন।

মাদানি নেছাবের প্রথম এবং দ্বিতীয় বর্ষ মাদরাসাতুল ইহসান আলআরাবিয়া, উত্তরা, ঢাকায় লেখাপড়া করেন। মাদানি নেছাবের তৃতীয় বর্ষ থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত আলমাদরাসাতুল আরাবিয়া বাইতুস সালাম, শায়েস্তাখান এভিনিউ (র‍্যাব-১ সংলগ্ন), উত্তরা-২, ঢাকা-১২৩০ এ অধ্যয়ন করেন। ২০১৫ খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান থেকে কওমি মাদরাসার সর্বোচ্চ বিভাগ দাওরায়ে হাদিস সমাপন করেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডে ফযিলত বিভাগে দ্বাদশ স্থান এবং তাকমিল বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করেন।

কর্মজীবনঃ

লেখক বর্তমানে আলমাদীনা ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট, আবাদানি, এয়ারপোর্ট রোড, সিলেটে শিক্ষকতার দায়িত্ব পালন করছেন।

Share This