মৃত সন্তানের আকিকা

প্রশ্নোত্তরCategory: কোরবানি-আকিকামৃত সন্তানের আকিকা

আমাদের সাংসারিক জীবনের পঞ্চম বছরে অনেক কান্নাকাটির পর আল্লাহ তাআলা ফুটফুটে একটি কন্যা সন্তান দান করেন। কিন্তু ভাগ্যের পরিহাসে জন্মের আট দিন পরেই সন্তানটি মারা যায়। এখন সন্তানের মা মৃত সন্তানের পক্ষ থেকে আকিকা করতে চাচ্ছে। হযরতের কাছে প্রশ্ন হলো, সন্তান মারা যাওয়ার পরও তার পক্ষ থেকে আকিকা করা জায়িয হবে কি? বিষয়টি নিয়ে আমরা দ্বিধায় ভুগছি। আশা করি, সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

1 Answers
Ali Hasan Osama Staff answered 7 years ago

আকিকার বিধান মূলত জীবিত সন্তানের জন্য। তবে মৃত সন্তানের পক্ষ থেকেও আকিকা করার অবকাশ রয়েছে। তাই আপনি আপনার মৃত কন্যা সন্তানের আকিকা করতে পারবেন। তবে সন্তান মারা যাওয়ার পর তার আকিকার বিষয়টি পূর্বের মতো গুরুত্বপূর্ণ থাকে না। 
 
{আলমাজমূ ৮/৪১২; আলমওসূআতুল ফিকহিয়্যাহ আলকুয়াইতিয়্যাহ ৩০/২৭৭; ফাতাওয়া রহীমিয়া ১০/৬২}