মাদরাসায় পড়ানোর মানত

প্রশ্নোত্তরCategory: নযর-মানতমাদরাসায় পড়ানোর মানত

আমার সন্তান জন্ম হওয়ার পর আমি মানত করেছিলাম যে, বড় হলে তাকে মাদরাসায় পড়াবো। কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রতিকূলতার কারণে তাকে আর মাদরাসায় পড়ানো সম্ভব হয়নি। এমনি সে নামায পড়ে, দ্বীনী মেহনতেও সময় দেয়। কিন্তু তার আর মাদরাসায় পড়া হয়ে ওঠেনি। এখন সে ভার্সিটিতে পড়ে। আমার জানার বিষয় হলো, আমার সেই মানত পূরণ করার জন্য কি আবশ্যিকভাবে তাকে মাদরাসায়ই পড়াতে হবে নাকি কাফফারা আদায় করে দিলেই চলবে?
উল্লেখ্য, সে পরিবারের বড় সন্তান। গতবছর তার বাবাও ইন্তেকাল করেছেন। সে পড়ালেখার পাশাপাশি কয়েকটা টিউশনি করে নিজের খরচ চালিয়ে নেয় এবং আমাদেরকেও কিছু কিছু টাকা পাঠায়। এখন বর্তমান পরিস্থিতিতে তাকে মাদরাসায় ভর্তি করা আমাদের জন্য বেশ কঠিন। আশা করি, বিষয়টার শরয়ি সমাধান জানিয়ে বাধিত করবেন।

1 Answers
Ali Hasan Osama Staff answered 7 years ago

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার মানতই হয়নি। কেননা মাদরাসায় পড়ানোর মানত করলে সেই মানতই সহিহ হয় না। তাই আপনার ছেলেকে মাদরাসায় পড়ানো জরুরি নয়।

 

{ফাতাওয়া তাতারখানিয়া ৬/২৮১; বাদায়িউস সানায়ি’ ৪/২২৮; আলবাহরুর রায়িক ৪/২৯৬}