হামদ ও সালাতের পর। সর্বসত্য বাণী হলো আল্লাহর কালাম। সুদৃঢ় বন্ধন তাকওয়ার বাণী। সর্বোত্তম মিল্লাত মিল্লাতু ইবরাহিম। সর্বোত্তম আদর্শ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ। সর্বশ্রেষ্ঠ আলোচনা আল্লাহর যিকর। সুন্দরতম বর্ণনা এই কুরআন। সবচে কল্যাণকর বিষয়, যা সুসংহত আর সবচে অকল্যাণকর বিষয়, যা নবোদ্ভাবিত। সুন্দরতম জীবনচরিত নবিগণের জীবনচরিত। সর্বোত্তম মৃত্যু শহিদি মৃত্যু। নিকৃষ্টতম অন্ধত্ব হলো হিদায়াতের পর পথভ্রষ্টতা। সর্বোত্তম জ্ঞান, যা অন্যের উপকারে আসে। সর্বোত্তম আদর্শ তা, যা অনুসৃত। হৃদয়ের অন্ধত্ব নিকৃষ্টতম অন্ধত্ব। ওপরের হাত নিচের হাতের থেকে উত্তম। (অর্থাৎ— দাতার হাত গ্রহীতার হাতের থেকে উত্তম)। স্বল্প ও পরিমিত সম্পদ উদাসীনতা সৃষ্টিকারী প্রাচুর্যতা থেকে উত্তম। (শাব্দিক অর্থ— যা স্বল্প হয় এবং যথেষ্ট হয়, তা ঐ জিনিসের থেকে উত্তম, যা অধিক হয় এবং উদাসীনতা সৃষ্টি করে)। নিকৃষ্টতম অজুহাত মৃত্যুকালীন অজুহাত। মন্দতম অনুশোচনা কেয়ামত দিবসের অনুশোচনা। কিছু মানুষ এমন রয়েছে, যারা নামাজে পিছিয়ে থাকে এবং কিছু মানুষ এমন রয়েছে, যারা আল্লাহকে স্মরণ করে একেবারে গা-ছাড়াভাবে। ডাহা মিথ্যুক জিহ্বা মহাপাপ(-এ লিপ্ত)। (অথবা— মিথ্যা বলা মহাপাপ)। অন্তরের সচ্ছলতা সর্বোত্তম সচ্ছলতা। সর্বোত্তম পাথেয় তাকওয়া। প্রকৃত প্রজ্ঞা খোদাভীতি। হৃদয়ে গেঁথে যাওয়া শ্রেষ্ঠ বিষয় ইয়াকিন-বিশ্বাস। সংশয় কুফরের অন্তর্ভুক্ত। মৃত্যুশোকে বিলাপ করা জাহেলি প্রথা। গনিমতের সম্পদে খেয়ানত করা জাহান্নামের ইন্ধনের অংশ। পুঞ্জীভূত সম্পদ জাহান্নামের জ্বলন্ত অঙ্গার। কবিতা শয়তানের বাঁশিগুলোর অন্যতম। মদ সকল পাপের উৎস। নারী শয়তানের ফাঁদ। যৌবন একধরনের উন্মাদনা। ঘৃণ্যতম উপার্জন হলো সুদ। জঘন্যতম আত্মসাৎ ইয়াতিমের সম্পদ ভক্ষণ। সৌভাগ্যবান সে, যে অন্যের দ্বারা উপদেশ গ্রহণ করে। দুর্ভাগা সে, যে মাতৃগর্ভে দুর্ভাগা হয়েছে। তোমাদের প্রত্যেকেরই চূড়ান্ত পরিণতি চার হাত (মাটির ঘর)। সকল কিছু বিবেচ্য হয় পরিণাম অনুসারে। সকল আমলের ভিত্তি হলো শেষ অবস্থা (অর্থাৎ— সকল কর্মের মূল্যায়ন হবে পরিণতি অনুযায়ী)। নিকৃষ্ট কথা হলো মিথ্যা কথা। যা আসন্ন (অর্থাৎ— কেয়ামত) নিকটবর্তী। মুমিনকে গালি দেয়া পাপ। মুমিনের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হওয়া কুফর। মুমিনের গোশত ভক্ষণ করা (অর্থাৎ— গিবত করা) আল্লাহর অবাধ্যতার অংশ। মুমিনের সম্পদের মর্যাদা তার রক্তের মর্যাদার মতো (অর্থাৎ— যেমনিভাবে মুমিনের রক্ত সুসংরক্ষিত, তেমনি তার সম্পদও সুরক্ষিত)। যে আল্লাহর নামে মিথ্যা শপথ করে, আল্লাহ তাকে মিথ্যা প্রতিপন্ন করেন। যে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। যে (অন্যদের ভুলত্রুটি মার্জনা) করে আল্লাহ তার (ভুলত্রুটি) মার্জনা করেন। যে ক্রোধ সংবরণ করে, আল্লাহ তাকে প্রতিদান দেন। যে বিপদে ধৈর্যধারণ করে, আল্লাহ তাকে বিনিময় দেন। যে সুনাম-সুখ্যাতির পেছনে ছোটে, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন। যে সবর করে, আল্লাহ তার প্রতিদানকে দ্বিগুণ করে দেন। যে আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহ তাকে শাস্তি দেন। হে আল্লাহ তুমি আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করো। হে আল্লাহ তুমি আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করো। হে আল্লাহ তুমি আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করো। আমি আমার জন্য এবং তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছি।

 

Share This